ঢাকা, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ২ বৈশাখ ১৪৩২, ২৫ জ্বমাদিউল সানি ১৪৪৭

খালেদা জিয়ার মুক্তির দাবিতে রাজধানীতে বিএনপির বিক্ষোভ


প্রকাশ: ১৭ জানুয়ারী, ২০২০ ০০:০০ পূর্বাহ্ন


খালেদা জিয়ার মুক্তির দাবিতে রাজধানীতে বিএনপির বিক্ষোভ

স্টাফ রিপোর্টার : কারাবন্দি বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে দলটির নেতাকর্মীরা।

শুক্রবার (১৭ জানুয়ারি) সকালে নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে বিএনপি ও অঙ্গসংগঠনের বিক্ষোভ মিছিল নাইটঙ্গেল মোড় ঘুরে আবার কার্যালয়ের সামনে এসে শেষ হয়।

মিছিলে নেতৃত্ব দেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। 

এসময় সংক্ষিপ্ত বক্তব্যে বর্তমান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদার সমালোচনা করেন তিনি বলেন, আপনি চাকরি করেন শেখ হাসিনার।  এজন্য আপনি সুষ্ঠু নির্বাচন দিতে পারবেন না। কারণ সুষ্ঠু নির্বাচন আপনার দরকার নেই। আপনার চাকরি দরকার। 

এ কারণে আপনি ইভিএমে ভোট গ্রহণের সিদ্ধান্ত নিয়েছেন। এটা এমন একটা মেশিন ধানের শীষে ভোট দিলে ভোট পড়বে নৌকায়।


   আরও সংবাদ