প্রকাশ: ১৬ জানুয়ারী, ২০২০ ০০:০০ পূর্বাহ্ন
ময়মনসিংহ প্রতিনিধি : জেলায় পারিবারিক কলহের জেরে স্ত্রী ও এক সন্তানকে শ্বাসরোধে হত্যা করেছে পাষণ্ড স্বামী। বুধবার (১৫ জানুয়ারি) সন্ধ্যায় নগরীর খাগডহর এলাকার নিজ বাড়িতে এ ঘটনা ঘটান স্বামী শফিকুল ইসলাম শাহিন (৪৭)।
নিহতরা হলো স্ত্রী ঝুমা আক্তার (৩৯) ও মেয়ে নাফিয়া আক্তার (১২)। এ সময় বড় মেয়ে দেখে ফেলায় তাকেও হত্যার চেষ্টা করা হয়।
আহত বড় মেয়ে লাবণ্যকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে। ঘটনাস্থলে পুলিশ পৌঁছেছে। তবে কি কারণে হত্যাকাণ্ড, তা জানা যায়নি।
কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) মাহমুদুল ইসলাম জানান, পারিবারিক কলহের জেরে এই হত্যাকাণ্ড ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে। ঘাতক স্বামী পলাতক রয়েছে।