ঢাকা, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫, ২৬ চৈত্র ১৪৩২, ১৯ জ্বমাদিউল সানি ১৪৪৭

রাজধানীতে ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তির মৃত্যু


প্রকাশ: ১৫ জানুয়ারী, ২০২০ ০০:০০ পূর্বাহ্ন


রাজধানীতে ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তির মৃত্যু

স্টাফ রিপোর্টার : রাজধানীর কুড়িলে ট্রেনে কাটা পড়ে আবুল বাশার (৬০) নামে এক ব্যাক্তির মৃত্যু হয়েছে। 

বুধবার (১৫ জানুয়ারী) বিকালে ঘটনা এই ঘটে।
 
ঢাকা রেলওয়ে থানার বিমানবন্দর ফাঁড়ীর সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মহিউদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে তিনি জানান, আজ বিকালে কুড়িল এলাকায় ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলে প্রান হারান তিনি। 

তিনি আরো বলেন, মৃতের স্বজনরা ঘটনাস্থলে এসেছে, তাদের সাথে কথা বলে তদন্তের পর আরও বিস্তারিত বলা যাবে। 

এ ছাড়াও মঙ্গলবার দিবাগত রাতে পাগলার রসুল পুর ভাঙ্গা ব্রিজ এলাকায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক কিশোর মারা গেছে। ময়নাতদন্তের জন্য বুধবার  সকালে ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠিয়েছেন রেলওয়ে পুলিশ।


   আরও সংবাদ