প্রকাশ: ১৪ জানুয়ারী, ২০২০ ০০:০০ পূর্বাহ্ন
মণিরামপুর (যশোর) প্রতিনিধি : মণিরামপুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র কাজী শরিফকে লোহার রড দিয়ে পিটিয়ে গুরুত্বর আহত করেছে ৫-৬ জনের একদল যুবক।
আজ উপজেলা পরিষদের অনুষ্ঠিত বিজ্ঞান ও প্রযুক্তি মেলায় এ ঘটনা ঘটে।
আহত শরীফের শিক্ষক আব্দুল মজিদ ও শাহজান হোসেন জানান, দুপুরে বিদ্যালয়ের শিক্ষার্থীরা বিজ্ঞান মেলায় আসে।
এ সময় সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয়ের ৫-৬ জনের একদল শিক্ষার্থী যুবক শরীফকে লোহার রড দিয়ে অতর্কিত হামলা করে গুরুত্বর আহত করে। তাকে দ্রুত উদ্ধার করে মনিরামপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বিদ্যালয়ের অপর শিক্ষক ফারুক আলম জানায়, শরীফ তার বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র এবং ক্লাসের মধ্যে প্রথম। তার উপর এ হামলায় ভীত সন্ত্রাস্ত শিক্ষা প্রতিষ্ঠানের অন্য শিক্ষার্থীরাও।