ঢাকা, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫, ২৬ চৈত্র ১৪৩২, ১৯ জ্বমাদিউল সানি ১৪৪৭

ঢাকা ছেড়েছে প্রথম হজ ফ্লাইট


প্রকাশ: ৪ জুলাই, ২০১৯ ০০:০০ পূর্বাহ্ন


ঢাকা ছেড়েছে প্রথম হজ ফ্লাইট

চলতি মৌসুমের প্রথম হজ-ফ্লাইট আজ জেদ্দার উদ্দেশ্যে ঢাকা ছেড়েছে। ৪১৯ যাত্রী নিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জেদ্দাগামী প্রথম হজ ফ্লাইট বিজি-৩০০১ সকাল সোয়া ৭টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেছে।


এছাড়া এদিন দ্বিতীয় ফ্লাইট বিজি-৩১০১ বেলা সোয়া ১১টায়, তৃতীয় ফ্লাইট বিজি-৩২০১ বিকাল সোয়া ৩টায় ও চতুর্থ ফ্লাইট বিজি-৩৩০১ সন্ধ্যা সোয়া ৭টায় ছেড়ে যাবে। সেই সঙ্গে রাত সোয়া ৮টায় একটি নিয়মিত ফ্লাইট জেদ্দার পথে রওনা দেবে।

চলতি বছর হজ ফ্লাইট চলবে ৫ আগস্ট পর্যন্ত। এ বছর মোট ৬৩ হাজার ৫৯৯ হজযাত্রীকে বিমান এবং বাকিদের সৌদি এয়ারলাইন্স বহন করবে বলে বিমানের ব্যবস্থাপক (জনসংযোগ) তাছমিন আকতার জানিয়েছেন। হজ শেষে ফিরতি ফ্লাইট ১৭ আগস্ট শুরু হয়ে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত চলবে।

বাংলাদেশি হজযাত্রীরা এখন হতে সৌদি আরবে অবতরণের আগেই ঢাকা বিমানবন্দর থেকে ইমিগ্রেশনের কার্যক্রম সম্পন্ন করতে পারবেন। আগে এ কাজের জন্য হজযাত্রীদের সৌদি আরবে পৌঁছে উড়োজাহাজে বসে থাকতে হতো। এতে অনেক সময় ছয় ঘণ্টা পর্যন্ত সময় লাগত।


   আরও সংবাদ