প্রকাশ: ১৪ জানুয়ারী, ২০২০ ০০:০০ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার : ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ১২ নম্বর ওয়ার্ডের আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী গোলাম আশরাফ তালুকদারকে হত্যার হুমকি ও নির্বাচনী প্রচার-প্রচারণা চালাতে বাধা দেওয়া অভিযোগে উঠেছে।
এ ব্যাপারে সোমবার বিকালে শাহজাহানপুর থানায় জীবনের নিরাপত্তা চেয়ে জিডি করেছেন ওই প্রার্থী ঢাকা মহানগর আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক গোলাম আশরাফ তালুকদার।
গোলাম আশরাফ তালুকদার অভিযোগ করেন, নির্বাচনী প্রচার-প্রচারণা শুরু হওয়ার পর থেকে আমি নিজের ও দলীয় মেয়র প্রার্থী ব্যারিষ্টার ফজলে নূর তাপসের প্রচারণা চালিয়ে আসছি। কিন্তু আমার প্রচার কাজে নানাভাবে বাধা প্রদান করা হচ্ছে।
গত রবিবার রাতে মদ্যপ অবস্থায় কয়েকজন আমার কর্মী সমর্থকদের ভয়ভীতি প্রদর্শন ও মারধর করে। পরে দীপন আলী খান নামে এক সন্ত্রাসী আমাকে নির্বাচন থেকে সরে দাড়াতে হুমকি দেয়। অন্যাথায় আমার কপালে খারাপ কিছু আছে বলে হুমকি দেয়।
তিনি বলেন, যত বাধাই আসুক আমি নির্বাচন থেকে সরে দাড়াবো না। এ ব্যাপারে শাহজাহানপুর থানায় জিডি করা হয়েছে। যার নম্বর ৫৮৩।
এ ব্যাপারে অভিযুক্ত দীপনের মোবাইলে একাধিকবার ফোন করা হলে তিনি ফোন রিসিভ করেননি।