প্রকাশ: ১৩ জানুয়ারী, ২০২০ ০০:০০ পূর্বাহ্ন
কালিগঞ্জ সাতক্ষীরা থেকে শিমুল : কালিগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব শেখ ওয়াহেদুজ্জামান এর প্রথম মৃত্যু বার্ষিকী পালিত হয়েছে।
সোমবার (১৩ জানুয়ারী) সকাল ৯টায় প্রয়াত নেতার মহৎপুর কবরস্থানে আনুষ্ঠানিক ভাবে শ্রদ্ধাঞ্জলী নিবেদন, কবর জিয়ারত ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
এসময় কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, সহ সভাপতি শেখ আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু, সাংগঠনিক সম্পাদক এম হাফিজুর রহমান শিমুল, তথ্য ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক এস এম আহম্মাদ উল্যাহ বাচ্ছু, নির্বাহী সদস্য শেখ মোদাচ্ছের হোসেন জান্টু, সদস্য শেখ আব্দুল করিম মামুন হাসান, সাংবাদিক আশেক মেহেদী, সংবাদিক জাহাঙ্গীর হোসেন উপস্থিত ছিলেন।
দোয়া ও মোনাজাত পরিচালনা করেন সদস্য কাজী আল মামুন।
উল্লেখ্য যে, ২০১৮ সালের ১৩ জানুয়ারী সন্ধ্যায় তিনি হৃদযন্ত্রের ক্রীয়া বন্ধ হয়ে সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। বর্ণ্যঢ্য রাজনীতিবীদ, কালিগঞ্জের বটবৃক্ষ আলহাজ্ব শেখ ওয়াহেদুজ্জামানের মৃত্যুতে উপজেলা জুড়ে শোকের ছায়া নেমে আসে।