ঢাকা, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ৩ বৈশাখ ১৪৩২, ২৬ জ্বমাদিউল সানি ১৪৪৭

মন্নাফীর কর্মীদের হামলায় কাউন্সিলরের কার্যালয় ভাংচুর, আহত ১০


প্রকাশ: ১২ জানুয়ারী, ২০২০ ০০:০০ পূর্বাহ্ন


মন্নাফীর কর্মীদের হামলায় কাউন্সিলরের কার্যালয় ভাংচুর, আহত ১০

স্টাফ রিপোর্টার : ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশোনের ৩৮ নং ওয়ার্ডের বিএনপি কাউন্সিলর প্রার্থী মেহেরুন নেছার নির্বাচনী কার্যালয়ে ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। 

ভাংচুরের সময় বাধাঁ দেওয়া তার ১০ কর্মীকে মারধর করে। আহত অবস্থায় তাদের হাসপাতালে পাটানো হয়েছে। এ দাবি করেছেন কাউন্সিলর প্রার্থী নিজেই।  

রোববার বিকেল ৫ টার দিকে রাজধানীর ওয়ারীতে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানায়, এর আগেও তিনবার হামলা করে দুর্বৃত্তরা। 

এ বিষয়ে কাউন্সিলর প্রার্থী মেহেরুন নেছা জানান, সকালে প্রচারণা শেষ করে বিকালে আবার যখন প্রচারণায় নামেন তখন তাদের ওপর হামলা হয়। যা পোষ্টার লাগানো হয়েছে তা সব ছিড়ে ফেলেছে। অফিসের চেয়ার-টেবিল, টিভি ,  ভেঙ্গে  দিয়েছি।

তিনি বলেন, এসব ভাঙচুরের ঘটনা ঘটিয়েছে আওয়ামী লীগ কাউন্সিলর প্রার্থী আহমেদ ইমতিয়াজ মন্নাফীর কর্মীরা। হামলা শেষে আমাদের প্রায় ২ ঘন্টা অবরুদ্ধ করে রাখে। পুলিশ এসে আমাদের উদ্ধার করে। 

এ বিষয়ে আবু আহমেদ ইমতিয়াজ মন্নাফীর সাথে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে। তার সহকারী বাবুল জানায় স্যার মিটিংয়ে আছেন।


   আরও সংবাদ