প্রকাশ: ১২ জানুয়ারী, ২০২০ ০০:০০ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টাার : প্রচারণার তৃতীয় দিনে দপুর থেকে গণসংযোগে নামেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপি মেয়র প্রার্থী ইশরাক হোসেন।
রোববার (১২ জানুয়ারি) দুপুরে জজকোর্ট চত্বর থেকে নির্বাচনী প্রচারনা শুরু করে একথা বলেন প্রার্থী।
এসময় পুরান ঢাকার তাতীবাজার,শাখারীবাজার এলাকায় ভোটারদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় এবং ভোট প্রার্থনা করতে দেখা যায় তাকে।প্রচারণাকালে হিন্দু সম্প্রদায়ের ভোটারদের কাছে বিশেষভাবে ভোট কামনা করেন তিনি। এরপর কোতয়ালী ও সুত্রাপুর থানার বিভিন্ন এলাকায় প্রচারনা চালাবেন বলে জানা গেছে।
জজকোর্ট চত্বর সংক্ষিপ এক বক্তব্যে তিনি বলেন, গত ১৩ বছরে এই ঢাকাকে ধবংস করা হয়েছে। এই অবস্থার পরিবর্তনএর জন্য ধানেরশীষে ভোট চাই।
বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ড.খন্দকার মোশাররফ হোসেন,মির্জা আব্বাস,চেয়ারপারসনের উপদেস্টা আবদুস সালাম,যুগ্ম মহাসচিব হাবিবুন নবী খান সোহেল, কাজী আবুল বাশার সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী এই কর্মসুচিতে অংশ নেন।
ড.খন্দকার মোশাররফ বলেন,আ:লীগ প্রার্থী নিজেই স্বীকার করেছেন, তাদের আমলে ঢাকা অচল হয়েছে। তাই তারা আর ঢাকাকে সচল করতে পারবে না ।যানজট, দূষনমুক্ত নগরী গড়তে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন কে বিজয়ী করার আহবান জানান তিনি।
মিজা আব্বাস বলেন, ঢাকাকে আধুনিক ও উন্নত করতে ইশরাক হোসেনের বিকল্প নেই।আমাদের প্রাথী বাবা,চাচাদের কাছ থেকে শিক্ষা নিয়েছে, ঢাকা উন্নত করার জন্য উনার থেকে আর কোন ভাল প্রার্থী নেই বলেও মন্তব্য করেন তিনি।