প্রকাশ: ১২ জানুয়ারী, ২০২০ ০০:০০ পূর্বাহ্ন
মণিরামপুর যশোর থেকে আব্বাস : “সময় এখন আমাদের, সময় এখন বাংলাদেশের” এই স্লোগানকে সামনে রেখে সারাদেশের ন্যায় দিনব্যাপী মণিরামপুরে ‘অপ্রতিরোধ্য উন্নয়ন অগ্রযাত্রায় বাংলাদেশ’ শিরোনামে সরকারের উন্নয়ন অগ্রযাত্রা তুলে ধরে নানান কর্মসূচি পালিত হয়েছে।
এ উপলক্ষ্যে অর্থ মন্ত্রনালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগ এর উদ্যোগে এবং মণিরামপুর উপজেলা প্রশাসনের সহযোগিতায় আয়োজিত অনুষ্ঠান সূচির মধ্যে ছিল বিভিন্ন উন্নয়নের চিত্র সম্বলিত ফেস্টুন প্রর্দশন, শিশু কিশোরদের চিত্রাংকন প্রতিযোগিতা, বর্ণাঢ্য র্যালী, আলোচনা সভা, আতশবাজি প্রদর্শন, দেশের উন্নয়ন অগ্রযাত্রার ভিডিও চিত্র প্রদর্শনী, সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান।
এ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার আহসান উল্লাহ শরিফীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান নাজমা খানম।
বিশেষ অতিথি ও অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগ সভাপতি ও পৌর মেয়র কাজী মাহমুদুল হাসান, উপজেলা ভাইস চেয়ারম্যান উত্তম চক্রবর্তী বাচ্চু, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাইয়েমা হাসান, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক অধ্যাপক আব্বাস উদ্দীন, মণিরামপুর সরকারি কলেজের সহকারী অধ্যাপক আব্দুল আলিম প্রমুখ।