প্রকাশ: ১১ জানুয়ারী, ২০২০ ০০:০০ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার : রাজধানীর মোহাম্মদপুরে নির্মানাধীন সাত তলা ভবন থেকে নিচে পড়ে মোকসেদ (৩৫) নামের এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।
শনিবার (১১জানুয়ারী) দুপুর দেড়টায় এই দুর্ঘটনা ঘটে।
মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে সোয়া ২টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
সহকর্মী আব্দুল কাদের জানান, মোহাম্মদপুর কৃষি মার্কেট আজিজ মহল্লায় নির্মাণাধীন ভবনে সেন্টারিংএর কাজ করার সময় সাত তলা থেকে নিচে পরে যায়। পরে তাকে মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঢামেক পুলিশ ক্যাম্পের পুলিশ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, ময়নাতদন্তের জন্য মৃতদেহ মর্গে রাখা হয়েছে ।
নিহতের গ্রামের বাড়ি পাবনা জেলার সাঁথিয়া উপজেলার জাতক বরাট গ্রামে জমির উদ্দিনের ছেলে মোকসেদ। বর্তমানে মোহাম্মদপুর এলাকায় পরিবার নিয়ে থাকতেন। দুই ছেলে দুই মেয়ের জনক ছিলেন তিনি।