প্রকাশ: ১১ জানুয়ারী, ২০২০ ০০:০০ পূর্বাহ্ন
মণিরামপুর যশোর থেকে আব্বাস উদ্দীন: মণিরামপুরে বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী ও স্বদেশ প্রত্যাবর্তন দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপন উপলক্ষ্যে শুক্রবার (১০জানুয়ারি) বর্ণাঢ্য অনুষ্ঠানসূচির আয়োজন করা হয়।
বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী উপলক্ষ্যে বিকাল সাড়ে ৩ টায় উপজেলা প্রশাসনের ব্যানারে পৌর শহরে বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়। র্যালি শেষে উপজেলা পরিষদ চত্বরের শহীদ মিনারে আনুষ্ঠানিক ভাবে বঙ্গবন্ধুর ক্ষণগণনার শুভ উদ্বোধন করেন এলজিআরডি মন্ত্রনালয়ের পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য। এরপর উপজেলা পরিষদ চত্ত্বরে মণিরামপুর উপজেলা আওয়ামীলীগের ব্যানারে আয়োজিত বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উদযাপন উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য প্রধান অতিথির বক্তব্য রাখেন।
তিনি তাঁর বক্তব্যে বলেন, জাতির জনক বঙ্গবন্ধু ছিলেন বাঙ্গালী জাতির মুক্তির দিশারি। বঙ্গবন্ধুর ডাকে পাকিস্তানের শোষক গোষ্ঠীর হাত থেকে মুক্তি পেতে এদেশের কৃষক-শ্রমিকসহ জাতি র্ধম-বর্ণ নির্বিশেষে তথা মুক্তিকামী বাঙ্গালীরা স্বাধীনতা সংগ্রামে ঝাপিয়ে পড়ে দেশকে শত্রুমুক্ত ও স্বাধীন করেছিলো। বঙ্গবন্ধুর বিচক্ষণ নেতৃত্বে মাত্র ৯ মাসে এদেশ স্বাধীন হয়েছিলো।
এজন্য বঙ্গবন্ধুকে জীবনের অধিকাংশ সময় কারাভোগ করতে হয়েছে। উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও পৌর মেয়র কাজী মাহমুদুল হাসানের সভাপতিত্বে এবং উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক প্রভাষক ফারুক হোসেনের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন প্রতিমন্ত্রীর সহধর্মিনী যশোর জেলা মহিলা পরিষদের সাধারন সম্পাদক তন্দ্রা ভট্টাচার্য্য, উপজেলা পরিষদের চেয়ারম্যান নাজমা খানম, সাবেক উপজেলা চেয়ারম্যান প্রবীণ আওয়ামী লীগ নেতা এম.এম নজরুল ইসলাম, উপজেলা যুবলীগের আহবায়ক ও উপজেলা ভাইস চেয়ারম্যান উত্তম চক্রবর্তী বাচ্চু, আওয়ামীলীগ নেতা জিএম মজিদ, অ্যাড. বশির আহম্মেদ খান, পৌর আওয়ামী লীগের সভাপতি আমজাদ হোসেন, সাধারন সম্পাদক কামরুজ্জামান কামরুল, ইউপি চেয়ারম্যান গাজী মোহাম্মদ আলী, আব্দুর রাজ্জাক, এরশাদ আলী সরদার, মশিয়ূর রহমান, শেখর চন্দ্র রায়, মনিরুজ্জামান মনি, গাজী মাযাহারুল আনোয়ার, আনছার আলী সরদার, উপজেলা ছাত্রলীগের আহবায়ক মুরাদুজ্জামান মুরাদ, ছাত্রলীগ নেতা হাদিউজ্জামান ফয়সালসহ বিভিন্ন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি-সাধারন সম্পাদক ও আওয়ামীলীগ ও তার অঙ্গ-সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।
এর আগে উপজেলা প্রশাসনের আয়োজনে বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ ক্ষণগণনা উদযাপন উপলক্ষ্যে পৌর শহরে অনুষ্ঠিত র্যালি ও উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য, উপজেলা চেয়ারম্যান নাজমা খানম, উপজেলা ভাইস চেয়ারম্যান উত্তম চক্রবর্তী বাচ্চু, উপজেলা নির্বাহী কর্মকর্তা আহসান উল্লাহ শরিফী, উপজেলা আওয়ামীলীগের সভাপতি পৌর মেয়র কাজী মাহমুদুল হাসান, সাধারণ সম্পাদক প্রভাষক ফারুক হোসেন, সহকারি কমিশনার (ভূমি) সাইয়েমা হাসান, প্রেসকাবের সভাপতি ফারুক আহাম্মেদ লিটনসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মাচারীবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও সুধীজনেরা স্বতঃস্ফুর্ত অংশগ্রহণ করেন।