ঢাকা, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ২ বৈশাখ ১৪৩২, ২৫ জ্বমাদিউল সানি ১৪৪৭

চৌগাছায় বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসে জনসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান


প্রকাশ: ১০ জানুয়ারী, ২০২০ ০০:০০ পূর্বাহ্ন


চৌগাছায় বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসে জনসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

চৌগাছা (যশোর) প্রতিনিধি : যশোরের চৌগাছায় বর্ণাঢ্য আয়োজনে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষে উপজেলা আওয়ামী লীগ এক বিশাল জনসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। 

শুক্রবার (১০ জানুয়ারি) বিকাল সাড়ে ৪টায় চৌগাছা সরকারি শাহাদৎ পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে এই জনসভা শুরু হয়ে সন্ধ্যা ছয়টা পর্যন্ত অনুষ্ঠিত হয়। এরপর শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়। সাংস্কৃতিক অনুষ্ঠানে বিশেষ আকর্ষণ ছিলেন শিল্পি নকূল কুমার। এছাড়া শিল্পি প্রিয়াংকাসহ বিভিন্ন শিল্পগোষ্ঠির শিল্পীরা দর্শক মাতান।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান মুক্তিযোদ্ধা এসএম হাবিবুর রহমানের সভাপতিত্বে জনসভায় প্রধান অতিথির বক্তৃতা করেন স্থানীয় সংসদ সদস্য প্রতিরক্ষা মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য মুক্তিযোদ্ধা মেজর জেনারেল (অব) অধ্যাপক ডাক্তার নাসির উদ্দিন। 

অনুষ্ঠানে সম্মানিত অতিথি ছিলেন সংসদ সদস্যের সহধর্মিনী অধ্যাপক ডা. রওশন আরা। প্রধান বক্তার বক্তৃতা করেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ফুলসারা ইউপি চেয়ারম্যান মেহেদী মাসুদ চৌধুরী।

উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হুমায়ূন কবীর সোহেল, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক অমিত কুমার বসু ও সহ-প্রচার সম্পাদক শফিক হায়দার লাভলুর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন চৌগাছা উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য অধ্যক্ষ ড. মোস্তানিছুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি সহিদুল ইসলাম মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক এসএম সাইফুর রহমান বাবুল, সাংগঠনিক সম্পাদক ও পাশাপোল ইউপি চেয়ারম্যান অবাইদুল ইসলাম সবুজ, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের আহব্বায়ক দেবাশীষ মিশ্র জয়, চৌগাছা পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য নূর উদ্দিন আল মামুন হিমেল, উপজেলা যুবলীগের যুগ্ম আহব্বায়ক আবু সৈয়দ মোঃ শরিফুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক বিএম শফিকুজ্জামান রাজু প্রমুখ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও যশোর জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি আলী কদর মোঃ শামসুজ্জামান, সাবেক সভাপতি শাহাজান কবীর, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি যথাক্রমে মোকাররম হোসেন, সিরাজুল ইসলাম রাজ, অ্যাডভোকেট আমির হোসেন, শাহ আলম সরকার, হাফিজুর রহমান, মোশাররফ হোসেন, পৌর কাউন্সিলর আতিয়ার রহমান ও আলতাফ হোসেন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও জগদীশপুর ইউপি চেয়ারম্যান তবিবর রহমান খান, যুগ্ম সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক সোলাইমান হোসেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক নাজনীন নাহার পপি, জেলা পরিষদ সদস্য মুক্তিযোদ্ধা হবিবর রহমান হবি, দেওয়ান তৌহিদুর রহমান ও শ্যায়লা জেসমিন। 

এছাড়া উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সম্পাদক মন্ডলী ও সকল সদস্যবৃন্দ ছাড়াও উপজেলা যুবলীগের যুগ্ম আহব্বায়ক পৌর কাউন্সিলর আনিচুর রহমান আনিচ, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক জিয়াউর রহমান রিন্টু, উপজেলা ছাত্রলীগের সভাপতি ইব্রাহিম হোসেন প্রমুখ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।


   আরও সংবাদ