প্রকাশ: ৯ জানুয়ারী, ২০২০ ০০:০০ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার : সিটি করপোরেশনসহ সারাদেশের সকল নির্বাচনে ইভিএমে ভোট গ্রহণ না করার নির্দেশা চেয়ে রিট দায়ের করা হয়েছে।
বৃহস্পতিবার (৯ জানুয়ারি) সুপ্রিম কোর্টের আইনজীবী ইউনুছ আলী আকন্দ হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ রিট করেন।
রিটে প্রধান নির্বাচন কমিশনার, আইন মন্ত্রণালয়ের সচিব, মন্ত্রী পরিষদ সচিব, রাষ্ট্রপতির সচিবালয়ের সচিবকে বিবাদী করা হয়েছে।
রিট দায়েরের পর এই আইনজীবী সাংবাদিকদের বলেন, যেখানেই ইভিএম ব্যবহার হয়েছে সেখানেই কারচুপির অভিযোগ পাওয়া গেছে। তাই ইভিএম ব্যবহার না করার নির্দেশনা চেয়েছি।
আগামী সপ্তাহে বিচারপতি এম. ইনায়েতুর রহিমের নেতৃত্বাধীন বেঞ্চে এ আবেদনের উপর শুনানি হবে বলে জানান তিনি।