ঢাকা, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ২ বৈশাখ ১৪৩২, ২৫ জ্বমাদিউল সানি ১৪৪৭

সিটি নির্বাচনে ইভিএম এর বিরোধীতা করছি না : রাঙ্গা


প্রকাশ: ৮ জানুয়ারী, ২০২০ ০০:০০ পূর্বাহ্ন


সিটি নির্বাচনে ইভিএম এর বিরোধীতা করছি না : রাঙ্গা

স্টাফ রিপোর্টার : জাতীয় পার্টির  মহাসচিব রাঙ্গা বলেন, সভায় দেশের সবশেষ রাজনৈতিক পরিস্থিতি, সিটি নির্বাচন, দ্রব্যমূল্যের উর্ধ্বগতি, গাইবান্ধার শূন্য আসনে উপ-নির্বাচন বিষয়েও আলোচনা করা হয়েছে। 
 
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে জাপা মহাসচিব রাঙ্গা বলেন, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি নির্বাচনে জাতীয় পার্টি এককভাবেই নির্বাচন করবে।

বুধবার (৮ জানুয়ারি) জাতীয় পার্টি মহাসচিব জাপা চেয়ারম্যানের বনানীর কার্যালয়ে কো-চেয়ারম্যানদের বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা জানান তিনি।

তিনি বলেন, জাতীয় নির্বাচনে অ্যালায়েন্স থাকলেও স্থানীয় সরকার নির্বাচনে কোন অ্যালায়েন্স নেই। ইভিএম-এ নির্বাচন জেনেই জাতীয় পার্টি ঢাকা সিটি নির্বাচনে অংশ নিয়েছে তাই ইভিএম এর বিরোধীতা করছি না আমরা। 

সাংবাদিকদেও প্রশ্নে জাপা মহাসচিব বলেন, উত্তরে জাপার মেয়র প্রার্থী নেই। তবে ১৮জন কাউন্সিলার প্রতিদ্বন্দিতা করছে, দক্ষিণে জাপার মেয়র প্রার্থী মিলন তবে কাউন্সিলার প্রার্থী একাধীক থাকায় এখন সিদ্ধান্ত হয়নি কতজন জাপা প্রার্থী।

এর আগে জাতীয় পার্টি চেয়ারম্যান জাতীয় সংসদেও বিরোধী দলীয় উপনেতা জিএম কাদের-এর সভাপতিত্বে পার্টির সিনিয়র কো-চেয়ারম্যান ও কো-চেয়ারম্যানদের সাথে  প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়।

সভায় মহাসচিব মসিউর রহমান রাঙ্গাঁসহ আলোচনায় অংশ নেন সিনিয়র কো-চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, কো-চেয়ারম্যান এবিএম রুহুল আমিন হাওলাদার, কাজী ফিরোজ রশীদ, জিয়াউদ্দিন আহমেদ বাবলু, সৈয়দ আবু হোসেন বাবলা, মুজিবুল হক চুন্নু এমপি ও অ্যাডভোকেট সালমা ইসলাম।

পরে ব্রিফিং-এ উপস্থিত ছিলেন প্রেসিডিয়াম সদস্য সুনীল শুভরায়, এসএম ফয়সল চিশতী, মীর আবদুস সবুর আসুদ প্রমুখ।


   আরও সংবাদ