ঢাকা, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ২ বৈশাখ ১৪৩২, ২৬ জ্বমাদিউল সানি ১৪৪৭

সিটি নির্বাচন মামুলি নয়, রাজনৈতিক যুদ্ধ : আমু


প্রকাশ: ৭ জানুয়ারী, ২০২০ ০০:০০ পূর্বাহ্ন


সিটি নির্বাচন মামুলি নয়, রাজনৈতিক যুদ্ধ : আমু

স্টাফ রিপোর্টার : আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য আমির হোসেন আমু বলেছেন, বিএনপি ইতোমধ্যে সিটি করপোরেশন নির্বাচনে পরাজয় স্বীকার করে নিয়েছে। তারা ভোটের আগেই বলছে, কারচুপির কথা। তবে তাদেরকে ছোট করে দেখার সুযোগ নেই। এটা একটা গণতান্ত্রিক যুদ্ধ। যেভাবে তারা পরাজয়ের কথা বলছে, সেভাবেই তাদের পরাজয় হবে।

মঙ্গলবার (৭ জানুয়ারি) রাজধানীর ঢাকা মহানগর নাট্যমঞ্চে আওয়ামী যুবলীগ আয়োজিত ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী ব্যারিস্টার ফজলে নূর তাপসের সমর্থনে নির্বাচন পরিচালনা কমিটির সভায় তিনি এসব কথা বলেন।

যুবলীগের নেতাকর্মীদের উদ্দেশ্য আমু বলেন, প্রত্যেকের কাছে তাপসের জন্য ভোট চাইতে হবে। ঘরে ঘরে গিয়ে বিনয়ের সঙ্গে ভোট চাইতে হবে। ভোট ভিক্ষা করতে হবে। যাতে সবাই মনে করেন যুবলীগ এতো ভালো হতে পারে। তাপস শুধু আওয়ামী লীগের নয়, যুবলীগেরও প্রার্থী।

তিনি বলেন, বৃহস্পতিবার ও শুক্রবার অনেকে বাড়ি যেতে পারে, তাই কেউ যাতে না যেতে পারে, সে জন্য তাদের ঘরে ঘরে গিয়ে বলতে হবে। আপনারা বাড়ি যাবেন না, ভোট দেবেন সবাই।

তিনি আরও বলেন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে তাপস মেয়র হলে রাস্তায় আর কোনো সমস্যা থাকবে না। প্রতিটি কাজের সুফল ঢাকাবাসী পাবেন। কাজের সুফল আসলে শেখ হাসিনার সফলতা আসবে। তাপসের সফলতা আসবে। তাই তাপসের দ্বৈত দায়িত্ব। 

যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল, ব্যারিস্টার ফজলে নূর তাপস, দক্ষিণ যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি মাইনুদ্দীন রানা, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজা প্রমুখ।


   আরও সংবাদ