ঢাকা, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ৩ বৈশাখ ১৪৩২, ২৬ জ্বমাদিউল সানি ১৪৪৭

ছাত্রী ধর্ষণকারীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি ঢাবি শিক্ষার্থীদের


প্রকাশ: ৭ জানুয়ারী, ২০২০ ০০:০০ পূর্বাহ্ন


ছাত্রী ধর্ষণকারীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি ঢাবি শিক্ষার্থীদের

ছাত্রীকে ধর্ষণের ঘটনায় বিচারের দাবিতে আন্দোলন অব্যাহত রেখেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। মঙ্গলবার (৭ জানুয়ারি) সকাল থেকে তারা ঢাবির রাজু ভাস্কর্যের সামনে অবস্থান নিয়ে সহপাঠীর ধর্ষণের বিচার চাইছেন। এসময় তাদের মুখ কালো কাপড় দিয়ে বাঁধা ও হাতে ব্যানার-ফেস্টুন দেখা গেছে।

একই দাবিতে রাজু ভাস্কর্যের আশপাশে অনেক শিক্ষার্থী বিচ্ছিন্নভাবে মানববন্ধন ও বিক্ষোভ করেন। এসময় ঢাবিতে সীমিতভাবে যানবাহন চলতে দেখা যায়।

‘ধর্ষকের বিচার চাই’, ‘উই ওয়ান্ট জাস্টিস’, ‘হ্যাং দ্য রেপিস্ট (ধর্ষককে ফাঁসি দাও)’, ‘এই ধর্ষণ উপত্যকা আমার দেশ নয়’ লেখা সম্বলিত প্ল্যাকার্ড নিয়ে অবস্থান করছেন তারা।


   আরও সংবাদ