ঢাকা, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ২ বৈশাখ ১৪৩২, ২৫ জ্বমাদিউল সানি ১৪৪৭

চৌগাছায় ৪৮০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ি আটক


প্রকাশ: ৫ জানুয়ারী, ২০২০ ০০:০০ পূর্বাহ্ন


চৌগাছায় ৪৮০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ি আটক

চৌগাছা (যশোর) প্রতিনিধি : যশোরের চৌগাছায় ৪৮০ পিস ইয়াবাসহ দুজন মাদক ব্যবসায়িকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলেন ঝিকরগাছা উপজেলার মোকাররমপুর গ্রামের নীমতলা এলাকার মোসলেম বিশ্বাসের ছেলে সোহেল রানা (৩৩) ও মনিরামপুর উপজেলার স্মরনপুর গ্রামের এলাকার মৃত বাবর আলীর ছেলে আব্দুল্লাহ (৪৭)। 

গোপন সংবাদ পেয়ে রবিবার সন্ধ্যায় চৌগাছা থানার অফিসার ইনচার্জ রিফাত খান রাজিবের নেতৃত্বে এসআই নজরুল ইসলাম ও এএসআই আব্দুল মান্নান সলুয়া এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করেন। এসসময় তাদের কাছ থেকে ৪৮০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

চৌগাছা থানার ওসি রিফাত খান রাজিব আটকের সত্যতা নিশ্চিত করে বলেন, আসামি সোহেল রানা একজন চিহ্নিত মাদক ব্যবসায়ি। এর আগেও তার বিরুদ্ধে অস্ত্র ও মাদক আইনে মামলা আছে।


   আরও সংবাদ