ঢাকা, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ৩ বৈশাখ ১৪৩২, ২৬ জ্বমাদিউল সানি ১৪৪৭

এশিয়া প্যাসিফিক দেশগুলোর মধ্যে বাংলাদেশের জিডিপি সর্বোচ্চ : পররাষ্ট্রমন্ত্রী


প্রকাশ: ৪ জানুয়ারী, ২০২০ ০০:০০ পূর্বাহ্ন


এশিয়া প্যাসিফিক দেশগুলোর মধ্যে বাংলাদেশের জিডিপি সর্বোচ্চ : পররাষ্ট্রমন্ত্রী

কূটনৈতিক প্রতিবেদক : পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন বলেছেন, গত কয়েক বছর ধরে এশিয়া প্যাসিফিক দেশগুলোর মধ্যে বাংলাদেশের জিডিপি সর্বোচ্চ।

শনিবার (৪ জানুয়ারি) শিশু একাডেমীতে প্রতিভা বিকাশ বাংলাদেশ এর উদ্যোগে আয়োজিত 'শিক্ষা বৃত্তি ও সিলেট গৌরব সন্মানা' অনুষ্ঠানে যোগ দিয়ে এসব কথা বলেন মিস্টার মোমেন।

আমাদের পথ চলা এখনও শেষ হয়নি। আমাদের দেশে এখনো কয়েক কোটি লোক দারিদ্র্য সীমার নিচে বসবাস করছে। বর্তমান ক্ষমতাসীন দল আগামীতে দারিদ্র্য সীমা আরও কমিয়ে আনতে কাজ করছে।

এতে সিলেটের ১৩ জন গুনি ব্যক্তিত্বকে 'সিলেট গৌরব সন্মানা' প্রদান করা হয়।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, গত দশ বছরে আমাদের অভাবনীয় সাফল্য অর্জন হয়েছে। এতে আমি দারুন খুশি।


   আরও সংবাদ