প্রকাশ: ২ জুলাই, ২০১৯ ০০:০০ পূর্বাহ্ন
যৌক্তিক কারণে গ্যাসের মূল্য বৃদ্ধি করা হয়েছে। এ কারণে হরতাল-বিক্ষোভে জনগণ সাড়া দেবে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
তিনি বলেন, গ্যাসের মূল্য বৃদ্ধি নিয়ে যদি বিরোধী দল হরতাল বিক্ষোভের ডাক দেয় তাহলে আমার ধারণা তাতে জনগণের সাড়া তারা পাবে না। কারণ দেশের মানুষ বাস্তবতা বুঝেন।
আজ মঙ্গলবার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) বিশিষ্ট অভিনেতা এ টি এম শামসুজ্জানকে দেখতে এসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। সেতুমন্ত্রী বলেন, যৌক্তিক কিছু কারণে গ্যাসের দাম বৃদ্ধি করা হয়েছে। বিষয়টি দেশের মানুষ সহজভাবে নিবেন। হরতালে জনগণের ভোগান্তি যাতে না হয় সে বিষয়ে আমরা সতর্ক থাকবো।
অভিনেতা এ টি এম শামসুজ্জানোর শারীরিক অবস্থা সম্পর্কে ওবায়দুল কাদের বলেন, দেশবরেণ্য অভিনেতা এটিএম শামসুজ্জামান দীর্ঘদিন ধরে চিকিৎসাধীন। প্রধানমন্ত্রী তার চিকিৎসার দায়িত্ব নিয়েছেন; খোঁজ খবর নিতে বলেছেন। প্রধানমন্ত্রীর নির্দেশেই এসেছি।
তিনি বলেন, চিকিৎসক বলেছেন, আগের চেয়ে এ টি এম শামসুজ্জামানের শারীরিক অবস্থার উন্নতি হয়েছে।
অর্থসূচক/কেএসআর