প্রকাশ: ৪ জানুয়ারী, ২০২০ ০০:০০ পূর্বাহ্ন
কূটনৈতিক প্রতিবেদক : ইরাকে চলমান অনিরাপদ অস্থিতিশীল পরিস্থিতির জন্য শুক্রবার মধ্যরাতে সতর্কতা জারি করেছে বাংলাদেশ দূতাবাস।
পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত দেশটিতে অবস্থানরত সকল বাংলাদেশিদের বিশেষ প্রয়োজন ছাড়া কর্মস্থল ও বাসার বাইরে যততত্র চলা ফেরা, সভা সমাবেশ ও মানুষের ভিড় এড়িয়ে চলতে অনুরোধ করা হয়েছে।
বার্তায় আরও বলা হয়, প্রবাসীদের সেবা প্রদানের জন্য দূতাবাস এর সেবা বিভাগ সপ্তাহে সাতদিন ২৪ ঘন্টাই খোলা থাকবে। একই সঙ্গে প্রবাসীদের সহযোগিতাও চাওয়া হয়েছে ওই বার্তায়।