ঢাকা, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ২ বৈশাখ ১৪৩২, ২৫ জ্বমাদিউল সানি ১৪৪৭

গাজীপুরে সাংবাদিককে প্রাণনাশের হুমকি দিলেন কাউন্সিলর


প্রকাশ: ৩১ ডিসেম্বর, ২০১৯ ০০:০০ পূর্বাহ্ন


গাজীপুরে সাংবাদিককে প্রাণনাশের হুমকি দিলেন কাউন্সিলর

গাজীপুর প্রতিনিধি : গাজীপুর সিটি করপোরেশনের ৯নং-ওয়ার্ড কাউন্সিলর নাসিরউদ্দিন মোল্লা সাংবাদিকের বাড়ি থেকে বের হওয়ার রাস্তা বন্ধ করে দেওয়ার হুমকি দিলেন। ২৯-ডিসেম্বর বিকেলে এ হুমকি দেওয়া হয়।

এ ব্যাপার গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) কোনাবাড়ি থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

জানা গেছে, ২১-ডিসেম্বর গাজীপুর সিটির দুই কাউন্সিলরের বিরুদ্ধে চাঁদাবাজি মামলা শিরোনামে একাধিক গণমাধ্যম পত্রিকায় সংবাদ প্রকাশ হয়। এরপর থেকে গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ি এলাকার ৯নং-ওয়ার্ড কাউন্সিলর নাসিরউদ্দিন মোল্লা দৈনিক চলমান বাতার্র গাজীপুর সংবাদদাতা ছাবের বিল্লাহ সুমনকে বিভিন্ন কায়দায় প্রাণনাশ ও বাড়ি থেকে বের হওয়ার রাস্তা বন্ধ করে দেওয়ার হুমকি দেওয়া হয়।

ডায়েরি সূত্রে জানায়, কোনাবাড়ি থানাধীন কাশিমপুর রোডের মাথায় জনৈক এক ব্যক্তি দীর্ঘদিন যাবৎ যানজট নিরসনের নামে পরিবহন থামিয়ে কাগজপত্র পরীক্ষার অজুহাতে চাঁদাবাজি করে আসছে।

এবিষয়টি সাংবাদিক সুমন জানতে পেরে কাশিমপুর রোডের মাথায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে জনৈক এক ব্যক্তিকে পরিবহন থামিয়ে কাগজপত্র পরীক্ষা করতে দেখে। 

এসময় তিনি ভিডিও ধারণ করেন। গাড়ি থামিয়ে কাগজপত্র চেক করার কারণ জানতে চাইলে সে সুমনকে জানান তিনি ৯নং-ওয়ার্ড কাউন্সিলর নাসিরউদ্দিন মোল্লার লোক এবং তার নির্দেশে গাড়ি থামানো হয়।

২৯-ডিসেম্বর বিকেলে সুমন কাউন্সিলর নাসিরের মুঠো-ফোনে জনৈক ওই লোকের ব্যাপারে জানতে চাইলে সে সুমনের সঙ্গে অশ্লীল ভাষায় গালিগালাজ করে ও দেখে নেওয়া হবে এবং তার ওয়ার্ডে বসবাস করার কারণে বাড়ির থেকে বের হওয়ার রাস্তাটি বন্ধ করে দেওয়া হবে বলে হুমকি দেন কাউন্সিলর। 

এ ব্যাপারে একাধিকবার কাউন্সিলর নাসিরউদ্দিন মোল্লার মুঠোফোনে যোগাযোগ করা হলে ফোন ব্যস্তত দেখান। 

জিএমপি’র কোনাবাড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) এমদাদ হোসেন জানান, এ ব্যাপারে থানায় একটি জিডি হয়েছে। ওই সাংবাদিকের সঙ্গে কাউন্সিলর যদি আপোষ মীমাংসা না হয় তাহলে জিডি কোর্টে পাঠানো হবে।


   আরও সংবাদ