ঢাকা, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ২ বৈশাখ ১৪৩২, ২৬ জ্বমাদিউল সানি ১৪৪৭

স্বাধীনতার সুফল মানুষ ভোগ করতে পারছে না : জিএম কাদের


প্রকাশ: ২৮ ডিসেম্বর, ২০১৯ ০০:০০ পূর্বাহ্ন


স্বাধীনতার সুফল মানুষ ভোগ করতে পারছে না :  জিএম কাদের

স্টাফ রিপোর্টার : জাতীয় পার্টির (জাপা) নতুন চেয়ারম্যান জি এম কাদের বক্তব্যের শুরুতেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, গণতন্ত্রের মানসপুত্র হোসেন শহীদ সোহরাওয়ার্দী, শেরে বাংলা একে ফজলুল হক, মজলুম জননেতা আব্দুল হামিদ খান ভাষানিকে শ্রদ্ধা জানিয়ে বলেন, সন্ত্রাস-দুর্নীতি সমাজকে বিপর্যস্ত করে রেখেছে। স্বাধীনতার পূর্ণ সুফল মানুষ ভোগ করতে পারছে না বলে অভিযোগ করেছেন জাতীয় পার্টির (জাপা) নবনির্বাচিত চেয়ারম্যান।

শনিবার (২৮ ডিসেম্বর) দুপুরে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে অনুষ্ঠিত দলটির নবম কেন্দ্রীয় কাউন্সিলের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

জিএম কাদের বলেন, ‘দেশের রাজনীতিতে শূন্যতা বিরাজ করছে। সহমর্মিতা ও সহনশীলতার রাজনৈতিক প্রবণতা ধীরে ধীরে কমে আসছে। সন্ত্রাস, দুর্নীতি ও মাদক এখনও সমাজ জীবনকে বিপর্যস্ত করে রেখেছে।

কাউন্সিলরদের কণ্ঠভোটে দলীয় গঠনতন্ত্র সংশোধন করে জাপার প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি এরশাদের স্ত্রী রওশন সম্মেলনে উপস্থিত ছিলেন না। 

সম্মেলনে দলের প্রেসিডিয়াম সদস্য ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ তার বক্তব্যে জিএম কাদেরকে চেয়ারম্যান ঘোষণা দেন। তখন উপস্থিত নেতাকর্মীরা তাকে দালাল-দালাল বলে সম্বোধন করেন। 

এসময় আনিসুল ইসলাম বলেন, ‘আমি বিরোধী দলীয় নেতা রওশন এরশাদের নির্দেশে জিএম কাদেরকে চেয়ারম্যান ঘোষণা করছি।’

আগামী তিন বছরের জন্য এ দায়িত্ব পেয়েছেন  জিএম কাদের। জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা  চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের মৃত্যুর পর এবারই প্রথম দলটির কাউন্সিলের মধ্যদিয়ে জি এম কাদের চেয়ারম্যান হলেন। 

এর আগে ৮টি কাউন্সিলই হয়েছে এরশাদের জীবদ্দশায় এবং তার উপস্থিতিতে। শুক্রবার জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের সভাপতিত্বে পার্টি চেয়ারম্যানের বনানীস্থ কার্যালয়ে প্রেসিডিয়ামের এক জরুরি সভা অনুষ্ঠিত হয়।

সভায় জাতীয় পার্টির নবম জাতীয় কাউন্সিলে উপস্থাপনের জন্য পার্টির গঠনতন্ত্র সংশোধনের প্রস্তাব অনুমোদন করা হয়। গঠনতন্ত্র সংশোধন উপ-কমিটির আহ্বায়ক সুনীল শুভরায় সংশোধনী প্রস্তাবটি উদ্থাপন করেন। এই উপ-কমিটিতে অপর ২জন সদস্য ছিলেন- ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী এমপি এবং এ্যাডভোকেট রেজাউল ইসলাম ভূঁইয়া। 

সংশোধনী প্রস্তাবের উপর বক্তব্য রাখেন, পার্টির  প্রেসিডিয়াম সদস্য ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ এমপি, এবিএম  রুহুল আমিন হাওলাদার, মহাসচিব মসিউর রহমান রাঙ্গা প্রমুখ।


   আরও সংবাদ