প্রকাশ: ২৭ ডিসেম্বর, ২০১৯ ০০:০০ পূর্বাহ্ন
কালিগঞ্জে সাতক্ষীরা থেকে শিমুল : কালিগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুবরণ করেছে শেখ আমির হামজা ওরফে হৃদয় (১৮) নামে এক কলেজ ছাত্র।
শুক্রবার (২৭ ডিসেম্বর) রাত পৌনে ১০ টার দিকে উপজেলা সদরের বাজারগ্রাম রহিমপুর গ্রামে এই হৃদয়বিদারক এই ঘটনা ঘটে।
নিহত কলেজছাত্র বাজারগ্রাম রহিমপুর গ্রামের (প্রাণী সম্পদ অফিস সংলগ্নে) শেখ সাইফুল ইসলামের ছেলে এবং কালিগঞ্জ সরকারি কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী।
প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, আজ রাতে বাড়ির পাশে বন্ধু ও প্রতিবেশীদের সাথে পিকনিক করছিল আমির হামজা হৃদয়। এসময় বিদ্যুতের সংযোগ নিতে যেয়ে বিদ্যুৎস্পৃষ্ট।
আশঙ্কাজনক অবস্থায় হৃদয়কে উদ্ধার করে রাত সোয়া ১০ টার দিকে কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডা. গোলাম মোস্তফা তাকে মৃত ঘোষণা করেন।
হৃদয়ের অকাল মৃত্যুতে এলাকাবাসী ও সহপাঠীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।