ঢাকা, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ২ বৈশাখ ১৪৩২, ২৬ জ্বমাদিউল সানি ১৪৪৭

রাজনৈতিকভাবে আওয়ামী লীগ দেউলিয়া হয়ে গেছে: ফখরুল


প্রকাশ: ২০ ডিসেম্বর, ২০১৯ ০০:০০ পূর্বাহ্ন


রাজনৈতিকভাবে আওয়ামী লীগ দেউলিয়া হয়ে গেছে: ফখরুল

নিউজ ডেস্ক: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আওয়ামী লীগের কাউন্সিলের প্রতি জনগণের তেমন আগ্রহ নেই। কারণ, এ দলটি জাতিকে আর কিছু দিতে পারবে না।

রাজনৈতিকভাবে আওয়ামী লীগ দেউলিয়া হয়ে গেছে। অনেকটা জোর করে রাষ্ট্রক্ষমতা দখল করে আছে।

মির্জা ফখরুল বলেন, আওয়ামী লীগ বাংলাদেশের পুরনো ও ঐতিহ্যবাহী রাজনৈতিক দল। এ দেশের গণতন্ত্র ও স্বাধীনতার জন্য দলটি সংগ্রাম করেছে। কিন্তু দুঃখজনক হলেও সত্য, সেই দলটিই আজ গণতন্ত্র ধ্বংস করছে।

তিনি বলেন, দেশে আইনের শাসন নেই, বিচার ব্যবস্থাসহ গণতান্ত্রিক সব প্রতিষ্ঠান আজ ধ্বংসের পথে। আওয়ামী লীগের বর্তমান কর্মকাণ্ড দলটির ঐতিহ্যের সঙ্গে যায় না। কাউন্সিলের মাধ্যমে দলটি দেশে গণতন্ত্র ও মানুষের ভোটাধিকার ফিরিয়ে দেয়ার নতুন অঙ্গীকার নেবে বলে মানুষ আশা করে। না হলে তাদের জনগণ কখনও ক্ষমা করবে না।


   আরও সংবাদ