প্রকাশ: ১ জুলাই, ২০১৯ ০০:০০ পূর্বাহ্ন
যাত্রীবেশী দুর্বৃত্তের হাতুড়ি অথবা এ জাতীয় ধাতব বস্তুর আঘাতে গুরুতর আহত শাহীন মন্ডলের অবস্থা স্থিতিশীল রয়েছে। তার অবস্থা দৃশ্যমান উন্নতির দিকে বলে জানিয়েছেন চিকিৎসায় গঠিত সাত সদস্যের মেডিকেল বোর্ডের প্রধান ডা. অসিত চন্দ্র সরকার।
সোমবার (০১ জুলাই) দুপুরের দিকে তিনি জানান, শাহীন মন্ডলের আজও সিটিস্ক্যান করা হয়েছে। তার অবস্থা স্ট্যাবল আছে, অবনতি হয়নি। সামান্য দৃশ্যমান উন্নতি হয়েছে। সকালের দিকে আইসিইউতে গিয়ে তার নাম ধরে ডাকার পর সে চোখ তুলে তাকিয়েছে।
তবে এখনো সে (শাহীন) আইসিইউর সাপোর্টে রয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা।
এদিকে, শাহীন মন্ডলের চাচা মোহাম্মদ মনসুর আলী জানান, চিকিৎসকরা দুপুরের দিকে আমাদের জানিয়েছেন, শাহিন মন্ডলের হার্টবিট গতকালের চেয়ে আজ ভালো। বয়সে সে যেহেতু তরুণ তাই তার রোগ প্রতিরোধের ক্ষমতা অনেক। আশা করি সে ধীরে ধীরে সুস্থ হয়ে উঠবে।
গত শুক্রবার (২৮ জুন) দুপুরে কেশবপুরের মঙ্গলকোট গ্রামের হায়দার আলী মোড়লের ছেলে কিশোর শাহীনের ভ্যানে যাত্রীবেশে ওঠে দুর্বৃত্তরা। পরে সাতক্ষীরার পাটকেলঘাটা থানার ধানদিয়ায় রাস্তার দু’পাশের পাট ক্ষেতের নির্জন স্থানে শাহীনের মাথায় আঘাত করে গাড়িটি নিয়ে পালিয়ে যায় তারা। অনেকক্ষণ অচেতন অবস্থায় পড়ে থাকে সে। চেতনা ফিরলে শাহীনের কান্নার শব্দে স্থানীয়রা তাকে উদ্ধার করে থানায় খবর দেন।
পরে পুলিশ শাহীনকে উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে। তার শারীরিক অবস্থার অবনতি হলে পরদিন শনিবার (২৯ জুন) উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়। ঢামেকে রোববার (৩০ জুন) তার চিকিৎসায় গঠিত হয়েছে সাত সদস্যের মেডিকেল বোর্ড। ঢামেকে শনিবার রাতে শাহীনের অস্ত্রোপচার করা হয়। অস্ত্রোপচার শেষে রাত সোয়া ৩টায় তাকে নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়।