ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ ভাদ্র ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫

নাইজারের সেনা ক্যাম্পে জঙ্গি হামলা, নিহত ৭১


প্রকাশ: ১১ ডিসেম্বর, ২০১৯ ১৩:০০ অপরাহ্ন


নাইজারের সেনা ক্যাম্পে জঙ্গি হামলা, নিহত ৭১

   

আন্তর্জাতিক ডেস্ক: মালি সীমান্তের কাছে নাইজারের একটি সেনা ক্যাম্পে জঙ্গিদের হামলায় কমপক্ষে ৭১ জন সেনা সদস্য নিহত হয়েছেন।

প্রতিরক্ষা মন্ত্রণালয় বরাত বুধবার কয়েকশ’ জঙ্গি মর্টার নিয়ে এ হামলা চালায় বলে জানায়।

পশ্চিমাঞ্চলে তিলাবেরী এলাকায় মঙ্গলবারের এই হামলায় আরও ১২ সেনা আহত হয়েছেন। নিখোঁজ রয়েছেন বেশ কয়েকজন সেনা।

ভারী অস্ত্র নিয়ে শত শত সন্ত্রাসী এই হামলা চালিয়েছে উল্লেখ করে রাষ্ট্রীয় টেলিভিশনে বলা হয়, ‘বিপুলসংখ্যক সন্ত্রাসীকে প্রতিহত করা হয়েছে।’

গত ২০১৫ সালে সহিংসতার শুরুর পর থেকে এটি ছিল সবচেয়ে ভয়ঙ্কর হামলা। তবে কোন গ্রুপ এই হামলার জন্য দায়ী সূত্র তা নিশ্চিত হওয়া যায়নি।

এদিকে প্রেসিডেন্ট কার্যালয়ের টুইটে বলা হয়েছে, মর্মান্তিক এই ঘটনার পর মিসর সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরছেন প্রেসিডেন্ট মাহমুদু ইউসুফু।


   আরও সংবাদ