ঢাকা, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫, ২৬ চৈত্র ১৪৩২, ১৯ জ্বমাদিউল সানি ১৪৪৭

রাজধানীতে ১৪৪০ ক্যান বিয়ারসহ গ্রেফতার ২


প্রকাশ: ১১ ডিসেম্বর, ২০১৯ ০০:০০ পূর্বাহ্ন


রাজধানীতে ১৪৪০ ক্যান বিয়ারসহ গ্রেফতার ২

স্টাফ রিপোর্টার : রাজধানীর রামপুরা এলাকা থেকে ১ হাজার ৪৪০ ক্যান বিয়ারসহ সেকান্দর আলী (৪০) ও শেখ ফরিদ (২৬) নামের ২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৩।

বুধবার (১১ ডিসেম্বর) দুপুরে র‍্যাব-৩'এর স্টাফ অফিসার অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) এবিএম ফায়জুল ইসলাম বিএননিউজকে এসব তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, রামপুরা ডিআইটি রোডস্থ বেটার লাইফ হাসপাতালের সামনে চেকপোষ্ট স্থাপন করে বিভিন্ন গাড়িতে তল্লাশী কার্যক্রম করার সময় ঢাকা মেট্টো-জিএ-৪২-৬২১৪ একটি প্রাইভেটকারে তল্লাশী করে ১,৪৪০ ক্যান বিয়ার উদ্ধার করা হয়। এসময় প্রাইভেটকারটি জব্দ করা হয়।

ফায়জুল ইসলাম বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা পরস্পরের যোগসাজসে দীর্ঘদিন যাবৎ বিয়ার বহন করে ঢাকাসহ বিভিন্ন স্থানে বিক্রয় করে আসছে।


   আরও সংবাদ