ঢাকা, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ৩ বৈশাখ ১৪৩২, ২৬ জ্বমাদিউল সানি ১৪৪৭

ময়মনসিংহ থেকে সব রুটে বাস চলাচল বন্ধ


প্রকাশ: ১০ ডিসেম্বর, ২০১৯ ০০:০০ পূর্বাহ্ন


ময়মনসিংহ থেকে সব রুটে বাস চলাচল বন্ধ

ময়মনসিংহ প্রতিনিধি: বিআরটিসির বাস চলাচল বন্ধের দাবিতে ময়মনসিংহ থেকে দ্বিতীয় দিনের মতো সব রুটে বাস চলাচল বন্ধ করে দিয়েছে পরিবহন শ্রমিক ও মালিকরা।

মঙ্গলবার (১০ ডিসেম্বর) সকাল থেকে ২য় দিনের মতো চলা এই ধর্মঘটে জেলার বাস টার্মিনাল থেকে কোনো বাস ছেড়ে যায়নি। পূর্ব ঘোষণা ছাড়াই হঠাৎ শুরু হওয়া পরিবহন ধর্মঘটে বাস চলাচল বন্ধ থাকায় স্থবির হয়ে গেছে ময়মনসিংহ শহর।

এর আগে সোমবার বিকেল সাড়ে ৩টা থেকে মাসকান্দা বাসস্ট্যান্ড ও পাটগুদাম বাস টার্মিনালসহ সব রুটের বাস চলাচল বন্ধ করে দেয় পরিবহন মালিক ও শ্রমিকরা।
এদিকে রাজধানী ঢাকাসহ বিভিন্ন রুটে বাস চলাচল না করায় যাত্রীরা চরম দুর্ভোগে পড়েছেন।

এ বিষয়ে ময়মনসিংহ জেলা মোটর মালিক সমিতির সভাপতি মমতাজ উদ্দিন মন্তা জানান, প্রথমে স্বল্প পাল্লায় বিআরটিসি বাস দেয়া হলেও পর্যায়ক্রমে সেটি দুরপাল্লাসহ ময়মনসিংহের বিভিন্ন রুটে সম্প্রসারণ করা হয়েছে।

বিআরটিসির দ্বিতল বাসগুলো সিটি কর্পোরেশনের ভেতর চলাচলের কথা থাকলেও তা মানা হচ্ছে না। এছাড়া সমিতিকে না জানিয়ে সোমবার ময়মনসিংহ-নেত্রকোনা সড়কে ১০টি বিআরটিসি বাস দেয়া হয়েছে। বিআরটিসি কর্তৃপক্ষ পরিবহন শ্রমিক ও মালিক পক্ষের সাথে কোন আলোচনা না করেই অনিয়মতান্ত্রিকভাবে এই বাস চালাচ্ছে।


   আরও সংবাদ