ঢাকা, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ২ বৈশাখ ১৪৩২, ২৫ জ্বমাদিউল সানি ১৪৪৭

ভারতে জওয়ানদের মধ্যে গোলাগুলি, নিহত ৬


প্রকাশ: ৫ ডিসেম্বর, ২০১৯ ০০:০০ পূর্বাহ্ন


ভারতে জওয়ানদের মধ্যে গোলাগুলি, নিহত ৬

আন্তর্জাতিক ডেস্ক: নিজেদের মধ্যে গোলাগুলির ঘটনায় ভারতীয় বাহিনীর ৬ সদস্য নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরো কয়েক সদস্য। দেশটির পুলিশ বুধবার এই তথ্য জানিয়েছে। খবর নিউজ ১৮, টাইমস অব ইন্ডিয়া।

প্রতিবেদনে বলা হয়েছে, ছত্তিশগড়ের নারায়ণপুর জেলার ইন্দো-তিব্বত সীমান্ত পুলিশের (আইটিবিপি) মধ্যে এই গোলাগুলির ঘটনা ঘটে।

পুলিশ মহাপরিদর্শক সুন্দররাজ পি জানান, নারায়ণপুরের আইটিবিপি’র ৪৫ তম ব্যাটালিয়নের কাদেনার শিবিরে এই এই ঘটনা ঘটেছে।

তিনি আরো বলেন, প্রাথমিক তথ্য অনুযায়ী এক জওয়ান নিরাপত্তার কাজে থাকা তার অস্ত্র দিয়ে সহকর্মীদের ওপর গুলি চালায়। এতে ৪ জন নিহত ও অপর ৩ জন আহত হয়েছে। পরবর্তীতে ওই জওয়ানও নিহত হন।

আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।


   আরও সংবাদ