প্রকাশ: ৩ ডিসেম্বর, ২০১৯ ০০:০০ পূর্বাহ্ন
নিউজ ডেস্ক: বিশিষ্ট ভাষাসৈনিক রওশন আরা বাচ্চু (৮৬) আর নেই। মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
তাঁর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি। তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
এক শোকবার্তায় সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি জানান, বায়ান্ন’র ভাষা আন্দোলনের উত্তাল সময়ে অগ্রণী ভূমিকা রেখেছিলেন ভাষাসৈনিক রওশন আরা বাচ্চু। বায়ান্নর একুশে ফেব্রুয়ারিতে তাঁর নেতৃত্বে ইডেন মহিলা কলেজ এবং বাংলাবাজার বালিকা বিদ্যালয়ের ছাত্রীরা সংগঠিত হয়েছিলেন। ১৪৪ ধারার ব্যারিকেড টপকে যারা সামনে অগ্রসর হন তাঁদের মধ্যে ছিলেন রওশন আরা বাচ্চুও। সেদিন পুলিশের নির্বিচার লাঠিচার্জে তিনি আহত হয়েছিলেন। বাংলা ভাষা ও বাংলাদেশ যতদিন থাকবে ভাষাসৈনিক রওশন আরা বাচ্চুও ততদিন এদেশের মানুষের মাঝে চিরস্মরণীয় হয়ে থাকবেন।