ঢাকা, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ৩ বৈশাখ ১৪৩২, ২৬ জ্বমাদিউল সানি ১৪৪৭

নিয়ন্ত্রণ হারিয়ে প্রাইভেটকার খাদে, এএসআইসহ নিহত ২


প্রকাশ: ৩ ডিসেম্বর, ২০১৯ ০০:০০ পূর্বাহ্ন


নিয়ন্ত্রণ হারিয়ে প্রাইভেটকার খাদে, এএসআইসহ নিহত ২

নিউজ ডেস্ক: ময়মনসিংহের ত্রিশালে একটি প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেলে পুলিশের এক এএসআইসহ দু’জন নিহত হয়েছে। মঙ্গলবার ভোরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের রায়মনি নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহত দু’জন হলেন- ফুলবাড়িয়া থানা থেকে সম্প্রতি ক্লোজড হওয়া পুলিশের এএসআই আমিনুল ইসলাম (৩২) এবং তার শ্যালক জাহিদুল ইসলাম (২২)। জাহিদুল ভালুকার ডাকাতিয়া এলাকার শফিকুল ইসলামের ছেলে।

ত্রিশাল ফায়ার সার্ভিস ইনচার্জ মুনিন সারোয়ার বলেন, ময়মনসিংহ থেকে ভালুকাগামী প্রাইভেটকারটি (ঢাকা মেট্রো গ-১২-২১৭২) নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে প্রায় ১০ হাত নিচে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই ওই দু’জনের মৃত্যু হয়। স্থানীয়রা খবর দিলে ঘটনাস্থলে গিয়ে লাশ দু’টি উদ্ধার করা হয়। প্রাইভেটকারটি ও লাশ দু’টি ত্রিশাল থানায় পাঠানো হয়েছে।

ফুলবাড়িয়ার পুরাতন বাসস্ট্যান্ড এলাকার ভাড়া বাসা থেকে সরকারি পিস্তল চুরি হওয়ার অভিযোগে আমিনুল ইসলাম ময়মনসিংহ পুলিশ লাইনে ক্লোজড ছিলেন বলে ত্রিশাল থানার এসআই আব্দুল লতিফ জানান।


   আরও সংবাদ