প্রকাশ: ৩ ডিসেম্বর, ২০১৯ ০০:০০ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার : রাজধানীর শাহজাহানপুর থানাধীন টিটিপাড়া রেলওয়ে সুইপার কলোনী (গোপিবাগ) বস্তি থেকে ২ হাজার ৮০০ লিটার দেশী মদ উদ্ধার করেছে র্যাব-৩।
মঙ্গলবার (৩ ডিসেম্বর) সকালে র্যাব-৩'এর স্টাফ অফিসার এবিএম ফায়জুল ইসলাম বিএননিউজকে এসব তথ্য নিশ্চিত করেন।
ফায়জুল ইসলাম বলেন, শাহজাহানপুর থানাধীন টিটিপাড়া, রেলওয়ে সুইপার কলোনী এলাকায় কয়েকজন মাদক ব্যবসায়ী অবৈধ মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করছে। এমন তথ্যের ভিত্তিতে র্যাব-৩ অভিযান চালিয়ে বস্তির রুম নং-৩১ থেকে পরিত্যক্ত অবস্থায় ২৮০০ লিটার দেশীয় চোলাই মদ উদ্ধার করা হয়। এসময় র্যাবের উপস্থিতি বুঝতে পেয়ে আসামিরা পালিয়ে যায়।
এসময় উপস্থিত লোকদের জিজ্ঞাবাদে জানা যায়, রাজ্জাক (৩২), ও রাজ্জাকের স্ত্রী পুষ্প (২৮), মিন্ট, দীর্ঘদিন ধরে রাজধানীর বিভিন্ন স্থানে দেশীয় মদসহ মাদক বিক্রয় করে আসছে।