ঢাকা, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫, ২৬ চৈত্র ১৪৩২, ১৯ জ্বমাদিউল সানি ১৪৪৭

দেশীয় অস্ত্রসহ কুখ্যাত ডাকাত জামাল আটক


প্রকাশ: ১ ডিসেম্বর, ২০১৯ ০০:০০ পূর্বাহ্ন


দেশীয় অস্ত্রসহ কুখ্যাত ডাকাত জামাল আটক

স্টাফ রিপোর্টার : নোয়াখালী জেলার হাতিয়া থানাধীন বুড়িরখাল এলাকা থেকে কুখ্যাত ডাকাত মামুন বাহিনীর সদস্য জামাল সরদার (৪৫) কে তার আস্তানায় ডাকাতির প্রস্তুতি গ্রহণ কালে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। 

রোববার (১ ডিসেম্বর) বিকালে বাংলাদেশ কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেঃ বিএন এম হায়াত ইবনে সিদ্দিক বিএননিউজকে এসব তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, বাংলাদেশ কোস্ট গার্ড দক্ষিণ জোনের অধীনস্থ বিসিজি স্টেশন হাতিয়া কর্তৃক গতরাতে বুড়িরখাল এলাকায় আভিযান চালিয়ে তাকে আটক করা হয়। 

এসময় কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে ডাকাত দলের বাকি সদস্যরা পালাতে পাড়লেও সে ধরা পরে যায়। এসময় সেখান থেকে ৫টি অবৈধ দেশীয় রাম-দা উদ্ধার করা হয়।

আটককৃতের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য হাতিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।


   আরও সংবাদ