প্রকাশ: ২৯ নভেম্বর, ২০১৯ ০০:০০ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার : ভোলা সদর থানার ইলিশা ফেরী ঘাট এলাকায় অভিযান চালিয়ে এক হাজার ৬০০ কেজি হাঙ্গরসহ পাচারকারী আনিছ মিয়া (২০) কে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। জব্দকৃত হাঙ্গরের আনুমানিক বাজার মূল্য চার লক্ষ আশি হাজার টাকা।
বৃহস্পতিবার (২৮ নভেম্বর) বিকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে কোস্টগার্ড বাহিনীর সব তথ্য জানান।
গোপন সংবাদের ভিত্তিতে বাংলাদেশ কোস্ট গার্ড দক্ষিণ জোনের অধিনস্ত বিসিজি বেইস ভোলা কর্তৃক ফেরী ঘাট এলাকায় অভিযান পরিচালনা করে ভোলা থেকে চট্রগ্রামগামী একটি কাভার্ড ভ্যানে তল্লাশী চালিয়ে তাকে আটক করা হয়।
এসময় জব্দকৃত হাঙ্গর ভোলার ইউএনও কামালহোসেন, সহকারী বন সংরক্ষক জামাল ভূঁইয়া ও গণমাধ্যম কর্মীদের উপস্থিতিতে মাটিতে পুঁতে রাখা হয়। এবং কাভার্ড ভ্যানসহ পাচারকারীকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ইউএনও ভোলা এর নিকট হস্তান্তর করা হয়।
বাংলাদেশ কোস্ট গার্ডের এখতিয়ারভূক্ত এলাকাসমূহে আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণ ও জননিরাপত্তার পাশাপাশি জলদস্যুতা, বনদস্যুতা, ডাকাতি এবং দেশের মৎস্য সম্পদ রক্ষায় বাংলাদেশ কোস্ট গার্ডের অভিযান অব্যাহত থাকবে বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।