প্রকাশ: ২৫ নভেম্বর, ২০১৯ ০০:০০ পূর্বাহ্ন
শফিকুর রহমান শান্তনুর রচনায় ‘কীভাবে ধনী হবেন’ নাটকটি পরিচালনা করেছেন মাহমুদ হাসান রানা। এ নাটকে জাহিদের বিপরীতে দেখা যাবে সায়লা সাবিকে।
এ ব্যাপারে জাহিদ বলেন, বেশ ভিন্নধর্মী ও মজার গল্পের একটি নাটক। ভালো লেগেছে কাজ করতে। আমার বিশ্বাস নাটকটি ভালো লাগবে সবার।