ঢাকা, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ২ বৈশাখ ১৪৩২, ২৫ জ্বমাদিউল সানি ১৪৪৭

কঙ্গোতে ১৮ আরোহীসহ বিমান বিধ্বস্ত


প্রকাশ: ২৫ নভেম্বর, ২০১৯ ০০:০০ পূর্বাহ্ন


কঙ্গোতে ১৮ আরোহীসহ বিমান বিধ্বস্ত

আন্তর্জাতিক ডেস্ক: আফ্রিকার দেশ কঙ্গো প্রজাতন্ত্রে ১৮ আরোহী নিয়ে একটি বিমান বিধ্বস্ত হয়েছে।

দেশটির পূবাঞ্চলীয় গোমা শহরে স্থানীয় সময় রোববার এ দুর্ঘটনা ঘটে বলে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে।

স্থানীয় নর্থ কিভু প্রদেশের গভর্নর নাজু কাচিভিটা বিমান বিধ্বস্তে হতাহতের কথা নিশ্চিত করলেও ঠিক কতজন এতে নিহত হয়েছেন তা জানাতে পারেননি।

গভর্নরের দফতর এক বিবৃতিতে জানিয়েছে, গোমা থেকে উড্ডয়নকালে বিমানটি বিধ্বস্ত হয়। একই প্রদেশের বেনি শহরে যাওয়ার কথা ছিল ফ্লাইটটির।

স্থানীয় সংবাদ মাধ্যম জানায়, বিমানটিতে ১৬ যাত্রী ও দুই ক্রু ছিলেন। হতাতহদের মধ্যে যে এলাকায় এটি বিধ্বস্ত হয়েছে সে এলাকার বাসিন্দারাও রয়েছেন।


   আরও সংবাদ