ঢাকা, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ২ বৈশাখ ১৪৩২, ২৫ জ্বমাদিউল সানি ১৪৪৭

ফের গাজায় হামলা, এক পরিবারের ছয় সদস্য নিহিত


প্রকাশ: ১৪ নভেম্বর, ২০১৯ ০০:০০ পূর্বাহ্ন


ফের গাজায় হামলা, এক পরিবারের ছয় সদস্য নিহিত

আন্তর্জাতিক ডেস্ক: ফিলিস্তিনের গাজায় ফের ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরায়েল। এ হামলায় ফিলিস্তিনি একটি পরিবারের ছয় সদস্য নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) ভোরে গাজার দায়ির আল বালাহ এলাকায় এ হামলায় চালানো হয়। হামলায় আরও ১২ জন আহত হয়েছেন। খবর রয়টার্সের।

এ নিয়ে গত ৪৮ ঘণ্টায় গাজায় ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা ৩২ জনে দাঁড়ালো বলে মেডিকেল কর্মকর্তারা জানিয়েছেন।

নিহতদের এক তৃতীয়াংশই বেসামরিক বলে জানা গেছে।

ইসরায়েলের সামরিক বাহিনী এ হামলার ব্যাপারে তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি।

এর আগে মঙ্গলবার ভোরে ইসরায়েলি হামলায় ইসলামিক জিহাদের এক শীর্ষ কমান্ডার নিহত হওয়ার পর ইসরায়েলে রকেট হামলা শুরু করে ফিলিস্তিনি গোষ্ঠীটির যোদ্ধারা। এর জবাবে ইসরায়েলও পাল্টা হামলা চালায়।


   আরও সংবাদ