ঢাকা, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ২ বৈশাখ ১৪৩২, ২৫ জ্বমাদিউল সানি ১৪৪৭

সময়ের খবর পত্রিকার সম্পাদকের নামে ষড়যন্ত্রমূলক মামলার প্রতিবাদে মানববন্ধন


প্রকাশ: ১৩ নভেম্বর, ২০১৯ ০০:০০ পূর্বাহ্ন


সময়ের খবর পত্রিকার সম্পাদকের নামে ষড়যন্ত্রমূলক মামলার প্রতিবাদে মানববন্ধন

মণিরামপুর (যশোর) প্রতিনিধিঃ দুর্নীতি দমন কমিশন (দুদক) এর বরাদ দিয়ে খুলনা রেলষ্টেশন মাষ্টারের বিরুদ্ধে দুর্নীতির সংবাদ প্রকাশিত হওয়ায় খুলনা থেকে প্রকাশিত “দৈনিক সময়ের খবর” পত্রিকার সম্পাদক এবং সময় টিভি’র খুলনা বিভাগীয় প্রধান তরিকুল ইসলামের নামে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলার প্রতিবাদে মণিরামপুর প্রেসক্লাবের উদ্যোগে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৩ নভেম্বর) বিকেলে মণিরামপুর পৌর শহরের থানা মোড়ে অনুষ্ঠিত হয়।

এ প্রতিবাদ কর্মসূচিতে সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি ফারুক আহাম্মেদ লিটন। 

প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক ও দৈনিক সময়ের খবর এর মণিরামপুর উপজেলা প্রতিনিধি এস.এম সিদ্দিকের পরিচালনায় এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য কে.এম নিছার উদ্দীন খান আজম, সাবেক সভাপতি অধ্যাপক আব্বাস উদ্দীন, সাধারণ সম্পাদক মোতাহার হোসেন, সহ-সভাপতি জি,এম ফারুক আলম, প্রভাষক নুরুল হক, যুগ্ম সম্পাদক হারুন-অর-রশিদ সেলিম, সাবেক দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম, নির্বাহী সদস্য অধ্যাপক হোসাইন নজরুল হক, ইউনুচ আলী, সদস্য জি, এম টিপু সুলতান, প্রভাষক সঞ্জয় কুমার দে প্রমুখ।

এ সময় বক্তারা এ ধরনরে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলার তীব্র নিন্দা এবং অবিলম্বে মামলা প্রত্যাহারের দাবী জানান।

এ প্রতিবাদ কর্মসূচিতে মণিরামপুরের সর্বস্তরের সাংবাদিকবৃন্দ স্বতঃস্ফুর্ত অংশ গ্রহণ করেন।


   আরও সংবাদ