প্রকাশ: ১২ নভেম্বর, ২০১৯ ০০:০০ পূর্বাহ্ন
সাতক্ষীরা কলিগঞ্জ থেকে শিমুল : সাতক্ষীরা জেলা জাতীয় পাটির সাবেক সাংগঠনিক সম্পাদক ও কলিগঞ্জের কৃষ্ণনগর ইউপির প্রয়াত চেয়ারম্যার শহীদ কে এম মোশারাফ হোসেনের কন্যা সাফিয়া পারভীন কেন্দ্রীয় মহিলা জাতীয় পাটির নির্বাহী সদস্য মনোনীত হওয়ায় ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন কালিগঞ্জ প্রেসক্লাবের নেতৃবৃন্দ।
এসময় উপস্থিত ছিলেন কালিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু, সাংগঠনিক সম্পাদক এম হাফিজুর রহমান শিমুল, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক এস এম আহম্মাদ উল্যাহ বাচছু, সদস্য শেখ আব্দুল করিম মামুন হাসান প্রমুখ।
সাফিয়া পারভীন তার পিতার রেখে যাওয়া এলাকার অসাপ্ত কাজগুলো সম্পন্ন করতে কৃষ্ণনগর ইউনিয়নে ব্যাপক ভাবে কাজ করে চলেছে।
ইতিমধ্যে সাফিয়া পারভীনের মাতা আকলিমা পারভীন লাকী কৃষ্ণনগর ইউপির উপ-নির্বাচনে বিপুল ভোটে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।