ঢাকা, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ২ বৈশাখ ১৪৩২, ২৫ জ্বমাদিউল সানি ১৪৪৭

চৌগাছায় সড়ক দূর্ঘটনায় ভ্যান চালক নিহত


প্রকাশ: ১১ নভেম্বর, ২০১৯ ০০:০০ পূর্বাহ্ন


চৌগাছায় সড়ক দূর্ঘটনায় ভ্যান চালক নিহত

চৌগাছা (যশোর) প্রতিনিধি : যশোরের চৌগাছায় সড়ক দূর্ঘটনায় নুর ইসলাম (৬২) নামের এক ভ্যান চালক নিহত হয়েছে। 

উপজেলার বড় নিয়ামতপুর গ্রামের মৃত. মাওলা বকসের ছেলে। 

সোমবার বিকেল ৫ টার দিকে চৌগাছা থেকে গ্রামের দিকে যাওয়ার সময় মুক্তদাহর মোড়ে পৌছালে পিছন দিক থেকে বেপরোয়া গতির একটি আলম সাধু ধাক্কা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান বলে প্রত্যক্ষদর্শীরা জানান।

এ সময় ভ্যানের যাত্রী জাহানার বেগম (৩৫) ও তানজিত (৬) নামের এক শিশু আহত হয়।

আহতদের উপজেলার মডেল হাসপাতালে ভর্তি করলে অবস্থার অবনতি হলে যশোর সদর হাসপাতালে রেফার্ড করা হয়েছে বলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক শুব্রত কুমার বাগচি জানেয়ছেন।

চৌগাছা থানার ডিউটি অফিসার এএসআই সাইদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। 


   আরও সংবাদ