ঢাকা, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ২ বৈশাখ ১৪৩২, ২৫ জ্বমাদিউল সানি ১৪৪৭

চৌগাছায় ৪৮ জাতীয় সমবায় দিবস পালিত


প্রকাশ: ২ নভেম্বর, ২০১৯ ০০:০০ পূর্বাহ্ন


চৌগাছায় ৪৮ জাতীয় সমবায় দিবস পালিত

চৌগাছা (যশোর) প্রতিনিধি : “বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ে উন্নয়ন” শ্লোগানে যশোরের চৌগাছায় ৪৮ জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। দিবসটি পালনে উপজেলা সমবায় অফিস ও উপজেলা প্রশাসনের যৌথ আয়োজনে র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।

শনিবার (২ নভেম্বর) বেলা ১২ টায় উপজেলা পরিষদ চত্ত্বর থেকে শুরু হয়ে র‍্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদে ফিরে শেষ হয়। এরপর উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির সভাপতি ওলিয়ার রহমান মৃধার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন স্থানীয় সংসদ সদস্য মুক্তিযোদ্ধা মেজর জেনারেল (অব) অধ্যাপক ডাক্তার নাসির উদ্দিন। বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ ড. মোস্তানিছুর রহমান, উপজেলা নির্বাহী অফিসার জাহিদুল ইসলাম, পৌর মেয়র নূর উদ্দিন আল মামুন হিমেল, উপজেলা পরিষদের নারী ভাইস চেয়ারম্যান নাজনীন নাহার পপি, স্বরূপদাহ ইউপির সাবেক চেয়ারম্যান নূরুল কদর প্রমুখ।

সহকারী সমবায় পরিদর্শক জিল্লুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে সমবায়ীদের মধ্যে বক্তৃতা করেন হাকিমপুর মৎসজীবি সমবায় সমিতির সুফল বিশ্বাস, খড়িঞ্চা মৎসজীবি সমবায় সমিতির ভরত কুমার বিশ্বাস, শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ সোসাইটির শামনুর রহমান ও সেতু সমবায় ঋণদান সমিতির মাহবুবুর রহমান প্রমুখ।


   আরও সংবাদ