ঢাকা, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ২ বৈশাখ ১৪৩২, ২৫ জ্বমাদিউল সানি ১৪৪৭

চৌগাছায় এক যুবকের আত্মহত্যা


প্রকাশ: ৩০ অক্টোবর, ২০১৯ ০০:০০ পূর্বাহ্ন


চৌগাছায় এক যুবকের আত্মহত্যা

চৌগাছা (যশোর) প্রতিনিধি : যশোরের চৌগাছায় ইউনুস আলী (৩৯) নামে এক যুবক কীটনাশকপানে আত্মহত্যা করেছে। সে চৌগাছা পৌরসভার বাকাপাড়া গ্রামের মৃত মোতালেব মুন্সির ছেলে।

পারিবারিক সূত্রে জানা যায়, পেশায় ভ্যানচালক ইউনুস মঙ্গলবার রাত ১০ টার দিকে বাড়িতে আসার পর তুচ্ছ ঘটনা নিয়ে স্ত্রীর সাথে কথা কাটাকাটি হয়। এ ঘটনাকে কেন্দ্র করে পরে সে কীটনাশক পান করে আত্মহত্যার চেষ্টা করে।

পরিবারের লোকজন বিষয়টি টের পেয়ে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ­ক্সে নেয়। সেখানে তাকে ওয়াশ করার পর ওয়ার্ডে দেয়া হয়। পরে ভোররাতের দিকে চিকিৎসাধীন অবস্থায়  তার মৃত্যু হয়।

চৌগাছা হাসপাতালে জরুরী বিভাগের চিকিসক সুরাইয়া পারভীন বলেন, হাসপাতালে ওয়াশ করার পর তাকে ওয়ার্ড দেয়া হয়। সেখানে তার মৃত্যু হয়।

চৌগাছা থানার ওসি রিফাত খান রাজীব বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।


   আরও সংবাদ