প্রকাশ: ২৮ মে, ২০১৯ ০০:০০ পূর্বাহ্ন
অনলাইন ডেস্ক:মন্ত্রীর পদমর্যাদা পেয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম। অপরদিকে প্রতিমন্ত্রীর পদমর্যাদা দেয়া হয়েছে রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন ও খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আবদুল খালেককে।
মঙ্গলবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে পদমর্যাদা সংক্রান্ত আদেশ জারি করা হয়েছে।
আদেশে বলা হয়েছে, স্ব স্ব পদে অধিষ্ঠিত থাকায় ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম মন্ত্রী এবং রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন ও খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আবদুল খালেক প্রতিমন্ত্রীর পদমর্যাদা, বেতন-ভাতা ও আনুষঙ্গিক অন্যান্য সুযোগ-সুবিধা প্রাপ্য হবেন।