ঢাকা, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ২ বৈশাখ ১৪৩২, ২৫ জ্বমাদিউল সানি ১৪৪৭

নির্ধারিত সময়ের পূর্বেই বিদ্যালয় ছুটি পরিদর্শনে উপজেলা চেয়ারম্যানসহ শিক্ষা অফিসার


প্রকাশ: ২৫ অক্টোবর, ২০১৯ ০০:০০ পূর্বাহ্ন


নির্ধারিত সময়ের পূর্বেই বিদ্যালয় ছুটি পরিদর্শনে উপজেলা চেয়ারম্যানসহ শিক্ষা অফিসার

গোয়ানঘাট সিলেট সংবাদদাতা : সিলেটের গোয়াইনঘাট উপজেলার পশ্চিম জাফলং ইউনিয়নের ছোটখেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পরিদর্শনে যায় গোয়েনঘট চেয়ারম্যান ফারুক আহমেদ এবং সঙ্গে ছিলেন উপজেলা শিক্ষা অফিসার ও সহকারী শিক্ষা অফিসার।

বৃহস্পতিবার (২৪ অক্টোবর) বিকাল ৩ টা ৪৫ মিনিটের সময় পরিদর্শন করেন তিনিসহ উপজেলা শিক্ষা অফিসাররা।

এসময় তিনি প্রাথমিক বিদ্যালয়ের চার জন শিক্ষকের মধ্যে দুই জন শিক্ষক উপস্থিত পাই। তবে কোন ছাত্র ছাত্রী স্কুলে ছিল না। 

এ বিষয়ে প্রধান শিক্ষকের কাছে জানতে চাইলে তিনি বলেন, ১০ মিনিট পূর্বে স্কুল ছুটি দিয়েছি।আর জন শিক্ষক আজ স্কুলে আসেন নাই। এ সময় দেখা যায় উপস্থিতি খাতায় কোন কিছুই লিখা ছিল নেই। 

এ বিষয়ে উপজেলা চেয়ারম্যান ফারুক আহমেদ  বলেন, বিদ্যালয় ৪ টা ১৫ মিনিটের সময় ছুটি হওয়ার কথা থাকলেও বিদ্যালয়টি সাড়ে তিন টায় ছুটি দেওয়া হয়েছে।

তিনি বলেন, শিক্ষকদের এমন উদাসীনতার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। শিক্ষকদের এমন উদাসীনতা কোনভাবেই গ্রহণযোগ্য নয়।


   আরও সংবাদ