প্রকাশ: ২৮ মে, ২০১৯ ০০:০০ পূর্বাহ্ন
কারাবন্দি বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্য সরকারিভাবে ইফতারের বরাদ্দ ৩০ টাকা হওয়ায় রাজনৈতিক নেতাদের সম্মানে ৩০ টাকার ইফতার করলো বিএনপি।
মঙ্গলবার বিকেলে রাজধানীর লেডিস ক্লাবে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়। ইফতারের মেন্যুতে ছিল পানি, পিঁয়াজু, মুড়ি, বেগুনি ও খেজুর।
ইফতারে আগত বিএনপির দলীয় নেতাকর্মী, জাতীয় ঐক্যফ্রন্টের নেতা ও ২০ দলীয় জোটের শরিকদলগুলোর নেতাকর্মীদের উদ্দেশে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আমাদের দলের নেত্রী খালেদা জিয়াকে মিথ্যা মামলায় কারাগারে আটক রাখা হয়েছে।
সরকারিভাবে তার ইফতারির জন্য বরাদ্দ মাত্র ৩০ টাকা। সেজন্য আমরা এখানে যে আয়োজন করেছি তা ৩০ টাকার মধ্যে আয়োজন করেছি। আশাকরি আপনাদের কষ্ট হলেও দেশনেত্রীর প্রতি সম্মান দেখানোর জন্য আপনারা সেটা মেনে নেবেন।
তিনি বলেন, আসুন আজ আমরা আমাদের নেত্রী খালেদা জিয়ার মুক্তির জন্য আল্লাহর কাছে দোয়া করি, আমরা আমাদের বিরোধীদলীয় হাজার হাজার নেতাকর্মী যারা কারাগারে বন্দি তাদের মুক্তির জন্য দোয়া করি।
ইফতার মাহফিলে বিএনপি নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন, ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, ড. আবদুল মঈন খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, আলতাফ হোসেন চৌধুরী, সেলিমা রহমান, শামসুজ্জামান দুদু, বরকত উল্লাহ বুলু, আমান উল্লাহ আমান, মিজানুর রহমান মিনু, শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, শামসুর রহমান শিমুল বিশ্বাস, আবু নাসের রহমাতুল্লাহ, ছাত্রদল সভাপতি রাজিব আহসান প্রমুখ।