ঢাকা, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ২ বৈশাখ ১৪৩২, ২৫ জ্বমাদিউল সানি ১৪৪৭

য‌শো‌রে পিস্তলসহ এক সন্ত্রাসী আটক


প্রকাশ: ২৩ অক্টোবর, ২০১৯ ০০:০০ পূর্বাহ্ন


য‌শো‌রে পিস্তলসহ এক সন্ত্রাসী আটক

য‌শোর থেকে খান সাহেব  : বিদেশি পিস্তল, একটি ম্যাগজিন ও তিন রাউন্ড গুলিসহ ইমরান হোসেন (২৬) নামে এক ‘সন্ত্রাসী’কে আটক করেছে পুলিশ।

বুধবার (২৩ অক্টোবর) ভোর ছয়টার দিকে কোতয়ালী থানার ওসি মনিরুজ্জামান, ইনসপেক্টর (তদন্ত) সমিরকুমার সরকার ও সেকেন্ড অফিসার আমিরুজ্জামান ইমরানের বসতঘর থেকে অস্ত্র-গুলি উদ্ধারসহ তাকে আটক করেন।

আটক ইমরান শহরের পূর্ববারান্দী মাঠপাড়ায় মতলেব হোসেনের ছেলে।

কোতয়ালী থানার ওসি মনিরুজ্জামান  বলেন, ‘পুলিশের কাছে গোপন খবর ছিল ইমরান নামে এক সন্ত্রাসী নিজ ঘরে অবস্থান করছে। 

এসময় আমার নেতৃত্বে একাধিক টিম অভিযান পরিচালনা করে। এসময় ইমরানের বসতঘর থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগজিন ও তিন রাউন্ড গুলিসহ ইমরানকে আটক করা হয়। আটক ইমরান একজন দুর্ধর্ষ সন্ত্রাসী, চাঁদাবাজ এবং বিভিন্ন অপকর্মের হোতা।’

কোতয়ালী থানার সেকেন্ড অভিসার আমিরুজ্জামান বলেন, ‘আমার জানা মতে ইমরান একাধিকবার পুলিশের হাতে আটক হয়েছে। তার বিরুদ্ধে থানায় দুটি মামলা রয়েছে। সে মাদক বেচাকেনায় জড়িত। অন্যান্য থানায় তার নামে আর কয়টি মামলা আছে, তা খোঁজ নেওয়া হচ্ছে।’


   আরও সংবাদ