প্রকাশ: ২২ অক্টোবর, ২০১৯ ০০:০০ পূর্বাহ্ন
যশোর থেকে খান সাহেব : অজ্ঞান পার্টির কবলে পড়ে সর্বস্ব খুইয়েছেন রাকিব হোসেন (২২) নামে এক পুলিশ সদস্য। বর্তমানে তিনি যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
মঙ্গলবার (২২ অক্টোবর) সকালে পুলিশ যশোর শহরের মণিহার এলাকা থেকে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।
রাকিব লক্ষ্মীপুর পুলিশ লাইনসে কর্মরত রয়েছেন। তিনি চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার মুছাপুর এলাকার শামছুল হুদার ছেলে।
আহত রাকিব জানান, তিনি সোমবার রাতে ঢাকার গাবতলী থেকে এস আলম পরিবহনের একটি বাসে আসছিলেন যশোরের আদালতে একটি মামলায় সাক্ষ্য দিতে। রাত একটার দিকে আরিচা ফেরিঘাটে একটি ডাব খান। এরপরে কী হয়েছে- তা বলতে পারেন না। জ্ঞান ফিরে দেখেন, তিনি হাসপাতালে। তার পকেটে থাকা দশ হাজার টাকা ও একটি অ্যানড্রোয়েড মোবাইলফোন আর পাননি।
হাসপাতালের জরুরি বিভাগের ডাক্তার শফিউল্লাহ সবুজ বলেন , তাকে কেউ চেতনানাশক দ্রব্য পান করিয়েছে বলে ধারণা করা হচ্ছে। তার জ্ঞান ফিরেছে; তিনি আশঙ্কামুক্ত।
কোতোয়ালি থানার ওসি মোহাম্মদ মনিরুজ্জামান বলেন, এ বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে।