প্রকাশ: ২০ অক্টোবর, ২০১৯ ০০:০০ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার : স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, সন্ত্রাস, জঙ্গিবাদ, ক্যাসিনো ও মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং টেন্ডারবাজ ও দুর্নীতবাজ কাউকে ছাড় দেওয়া হবে না।
রোববার (২০ অক্টোবর) দুপুরে সাভারের আশুলিয়ার পুকুরপাড় এলাকায় অরুনিমা গ্রুপের ডিএমসি এ্যাপারেলন্স উদ্বোধন শেষে সাংবাদিকদের এসব কথা জানান তিনি।
আসাদুজ্জামান খান কামাল বলেন, দুর্নীতিবিরোধী অভিযান পরিচালনা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে সুশাসন প্রতিষ্ঠা করতে চান। যারা দেশে টেন্ডারবাজি, সন্ত্রাসী কার্যক্রম ও ক্যাসিনো ব্যবসা করছে তাদেরকে গ্রেফতার করে আইনের আওতায় আনা হচ্ছে।
‘সন্ত্রাসী-দুর্নীতবাজ সবাইকে আইনের মুখোমুখি হতে হবে। কাউকে ছাড়ও দেয়া হবে না,’ বলেন তিনি।
মন্ত্রীর সঙ্গে এসময় আরও উপস্থিত ছিলেন অরুনিমা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ আবেদ হোসেন, উপ-ব্যবস্থাপনা পরিচালক ফারুকুল ইসলাম, মহা-ব্যবস্থাপক সৈয়দ হামিদুল করিম, সাভার উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মঞ্জুসহ আরও অনেকে।