প্রকাশ: ১৭ অক্টোবর, ২০১৯ ০০:০০ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার : রাজধানীর চকবাজার আফতাব প্লাজার মেসার্স বাবুল স্টোরে অভিযান চালিয়ে ২ লাখ পিস আতশবাঁজি ও বিপুল পরিমাণ বিস্ফোরক দ্রব্যসহ বিদ্যুৎ ঘোষ রনি (৩৫) নামের একজনকে গ্রেফতার করেছে র্যাব-৩। যার আনুমানিক মূল্য ১০ লাখ টাকা।
বৃহস্পতিবার (১৭ অক্টোবর) র্যাব-৩'এর স্টাফ অফিসার অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) এবিএম ফায়জুল ইসলাম বিএননিউজকে এসব তথ্য নিশ্চিত করে।

তিনি বলেন, গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারি চকবাজার থানাধীন ১০/১ মোকিম কাটারা এলাকায় আফতাব প্লাজার মেসার্স বাবুল স্টোরে বিপুল পরিমাণ আতশবাঁজি ও বিস্ফোরক দ্রব্য সামগ্রী মজুদ করে রাখা হয়েছে। এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে।
প্রথমিক জিজ্ঞাসাবাদে বিদ্যুৎ ঘোষ জানায়, তিন দীর্ঘদিন যাবৎ বিষ্ফোরক দ্রব্য মজুদ করে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বিক্রয় করে আসছে।
ফায়জুল ইসলাম বলেন, এই বিস্ফোরক দ্রব্য সামগ্রী মজুদ করে সনাতন ধর্মের প্রধান ধর্মীয় অনুষ্ঠান শ্রী শ্রী দূর্গা পূজা, লক্ষী পূজা, কালী পূজা ও ইসলাম ধর্মের বিভিন্ন অনুষ্ঠানে এইসব বাঁজি ব্যবহৃত হয়।
এছাড়াও বিভিন্ন রাজনৈতিক মিটিং-মিছিলে এসব বাজি দ্বারা সাধারণ জনগণের মধ্যে আতঙ্ক ও ভয়ভীতি দেখানো হয়।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।